ঝিনাইদহের কালীগঞ্জে এমপি আনার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল সড়কে কালীগঞ্জ ভুষন শিশু একাডেমীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আধাঘন্টা ব্যাপী চলাকালীন এ মানববন্ধনে কালীগঞ্জ শিশু একাডেমীর শিক্ষক,কর্মচারী, কোমলমতি শিশুরা অংশগ্রহণ করে। কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, বিদ্যালয়টি পরিচালনা পর্ষদের সভাপতি জান্নাতুল ফেরদৌস রুপালী, প্রধান শিক্ষক শাহী আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।অপরদিকে কালীগঞ্জের বানুড়িয়া চন্দ্রপাড়া সানবান্ধা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা। বুধাবার সকাল ১১ বিদ্যালয়টির সভাপতি আবদুল গফুর বিশ^াসের সভাপতিত্বে ঘন্টাব্যপি এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় এমপি আনারকে হত্যার পরিকল্পনাকারীদের ফাঁসি চাই,আনার নিখোঁজ হলে সন্ধান চাই,হত্যা করা হলে দেহাবশেষ ও আলামত চাই লেখা প্লেকার্ড শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে দেখা যায়।এ মানববন্ধনে বিদ্যালয়টির সভাপতি আবদুল গফুর বিশ^াস ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আহসান হাবিব, সহকারী প্রধান শিক্ষক আরশেদ আলী, শিক্ষক আবদুস সামাদ বিশ^াস, কাওসার আলী, আবদুস সামাদ গাজী ও ম্যানেজিং কমিটির সদস্যরা।এ সময় বক্তারা, এমপি আনার হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। সেই সাথে হত্যার পেছনে যারা জড়িত তাদেরও শনাক্ত করে গ্রেপ্তারের দাবী জানান।