পাবনার চাটমোহর সড়ক দূর্ঘটনায় রেজিয়া খাতুন (৮০) নামের এক বৃদ্ধার নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত রেজিয়া দিয়ারপাড়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান,মঙ্গলবার নিজ বাড়ি থেকে অটোভ্যান যোগে চাটমোহরে আসছিলেন রেজিয়া খাতুন। পথিমধ্যে উপজেলার হরিপুর ইউনিয়নের তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কের উপর চাটমোহর থেকে হরিপুরগামী ব্যাটারী চালিত একটি অটোভ্যানের সাথে তার অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থা অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ নেওয়ার পথে হরিপুর বাজার এলাকায় তার মৃত্যু হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।