পাবনার সুজানগরের মানিকহাট গোরস্থান থেকে ঈদের মাঠ পর্যন্ত রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তা। অথচ দীর্ঘদিন জনগুরুত্বপূর্ণ ওই রাস্তাটি পাকা না করায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। কিন্তু স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের হস্তক্ষেপে অবশেষে রাস্তাটি পাকা করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অর্থায়নে ৪২লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স যুবরাজ এন্টারপ্রাইজ রাস্তাটি পাকা করণের কাজ করেন। মানিকহাট ইউপি চেয়ারম্যার শফিউল ইসলাম বলেন মানিকহাট গোরস্থান থেকে ঈদের মাঠ পর্যন্ত রাস্তার দূরত্ব খুব বেশিনা। কিন্তু রাস্তাটি অত্যন্ত জনগুরুপূর্ণ। বিশেষ করে মানিকহাট ছাড়াও ৪/৫টি গ্রামের মানুষ রাস্তাটি দিয়ে তাদের মৃত আত্মীয়স্বজনের মরদেহ দাফনের জন্য ওই গোরস্থানে নিয়ে যাওয়ায় এর গুরুত্ব অনেক বেশি। তাছাড়া ওই এলাকার ৬/৭টি গ্রামের মানুষ একই রাস্তা দিয়ে মানিকহাট ঈদের মাঠে বছরে দুইদিন পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ আদায় করেন। সেকারণে রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। ফলে দীর্ঘদিন পরে হলেও জনগুরুত্বপূর্ণ ওই রাস্তাটি পাকা হওয়ায় জনমনে স্বস্তি দেখা দিয়েছে।