গাজীপুরের কাপাসিয়ায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইট বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে কাপাসিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চারটি কৃষি প্রদর্শনীর ৪০ জন কৃষকের মাঝে ৪০টি ধান বীজ সংরক্ষনের পাত্র (ড্রাম) বিতরণ করা হয়।
এছাড়াও লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ শেষে ৩০ জন কৃষকের মাঝে লেবু, মাল্টা ও বাতাবী লেবু ফলের চারা এবং বালাইনাশক, সার, সিকেচার, গ্রাফটিং নাইফ ও স্পেয়ার মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন কুমার বসাকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দ শাকিল আহমেদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোকলেসুর রহমান, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. আক্তার হোসেন প্রমুখ।