খুলনার পাইকগাছায় চেতনানাশক ব্যবহার করে চুরির ঘটনা বাড়ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। কয়েকদিনের ব্যবধানে আবারো চেতনানাশক ব্যবহার করে চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার গদাইপুর ইউনিয়নে গোপালপুর গ্রামের মৃত বাদল দফাদারের ছেলে ব্যবসায়ী রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের অচেতন করে নগদ অর্থ, স্বর্ণালংকার, ব্যাংকের চেক ও জমির দলিল চুরি করে নিয়ে গিয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যবসায়ী রফিকুল দফাদারের ছেলে আল-আমিন (২৪) জানান, ঘটনার দিন সন্ধ্যা রাতে পিতা ও মাতা বারান্দায় ঘুমিয়েছিল। আমি ঘরের একটি কক্ষে ঘুমিয়ে ছিলাম। ফজরের আযানের পর মোবাইলের শব্দে জাগ্রত হয়ে দেখি আমি কিছুটা অসুস্থ্য। ঘরের দরজা খোলা, জিনিসপত্র এলোমেলো। বাইরে বাবা-মা দু’জনই অচেতন। পরে আমার আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। পরে দেখি দুর্বৃত্তরা আমাদের অচেতন করে ঘরে থাকা নগদ ৪ লক্ষ টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, ব্যাংকের চেক ও জমির দলিল নিয়ে গেছে। স্থানীয় লোকজন আমার বাবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে থানার ওসি ওবাইদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এর আগেও উপজেলার একাধিক বাড়িতে চেতনানাশক ব্যবহার করে চুরির ঘটনা ঘটেছে।