প্রচন্ড ভ্যাপসা গরমের মধ্যে জেলার গৌরনদী উপজেলার হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলির সময় বুধবার সকালে অসুস্থ হয়ে পরেছে ওই বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী। এরমধ্যে গুরুত্বর অসুস্থ তিনজনকে উপজেলা হাসপাতালে ভর্তি ও অন্যান্যের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানিয়েছেন, ভর্তি করা ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী জান্নাতুল আক্তার, সুহারা আক্তার সুপ্তি ও তাসিন খন্দকার শঙ্কামুক্ত রয়েছে। হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিমল চন্দ্র ঘরামী জানান, প্রতিটি ক্লাসের শিক্ষার্থীদের অংশগ্রহণে বুধবার সকালে অ্যাসেম্বলি চলাকালীন সময় নবম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল আক্তার হঠাৎ করে অসুস্থ হয়ে পরে। এরপর তাকে লাইব্রেরীতে নেয়ার পর পর্যায়ক্রমে অষ্টম শ্রেণীর চারজন এবং নবম শ্রেণীর সাতজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পরেছে। খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জলিল তাৎক্ষনিক হাসপাতালে ছুঁটে এসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন।