মুন্সীগঞ্জের সিরাজদিখানের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৯ টায় উপজেলার বয়রাগাদী ইউনিয়নের হাজীবাড়ি কবরস্থান মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে হাজীবাড়ি কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ, থানা ওসি মুজাহিদুল ইসলামসহ পুলিশের একটি দল ও উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিনসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ। ফজলুল হক বার্ধক্য জনিত কারণ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে অসুস্থ হয়ে ২ মাস যাবৎ ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় হাসপাতাল থেকে ঢাকায় তার মেয়ের বাসায় নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। সে উপজেলার বয়রাগাদী হাজীবাড়ি গ্রামের মরহুম করম আলী বেপারির ছেলে। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে এবং আমার আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর শোকসন্তপ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ আলহাজ¦ মহিউদ্দিন আহমেদ, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান আওলাদ হোসেন মৃধা, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।