ভোলা জেলার দক্ষিণে অবস্থিত মূল ভূখন্ড থেকে বিছিন্ন দ্বীপ মনপুরা উপজেলায় চলছে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। উপজেলার ৪টি ইউনিয়নের ২০টি কেন্দ্রে ভোট দিচ্ছে ভোটাররা।
সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সাকুচিয়ার দক্ষিণ রহমানপুর কালী প্যায়ারী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে দেখা যায়, পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের দীর্ঘ লাইন। পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন তারা। রমেশচন্দ্র ও কোহিনূর বেগম নামে দুই জন ভোটারের সাথে কথা বলে জানা যায় কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোট হছে। সিরাজ গঞ্জ বাজার সংলগ্ন ভোট কেন্দ্রের বাইরে দেখা গেছে উপচে পড়া লোকজনের ভীর। জাল ভোটের অভিযোগ রয়েছে এই কেন্দ্রের বিরুদ্ধে স্থানীয় ভোটারদের। সাকুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে নারী ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো।
কেন্দ্রে পুরুষ ভোটারের সংখ্যা ছিল কম। সায়েলা নামে এক নারী ভোটার সাংবাদিকদের জানান, এই কেন্দ্রে নারী ভোটাররা জাল ভোট প্রয়োগ করছে অবাধে। বেলা সোয়া ১২টায় বাংলাবাজার এলাকায় সাধারণ ভোটারদের সাথে আলাপ চারিতায় জানা যায়, এখানকার ভোট কেন্দ্র গুলোর পরিবেশ খুবই ভালো। এখনও কোথাও কোন সংঘর্ষ ও হাঙ্গামার খবর পাওয়া যায় নি।
হাজির হাট ভোট কেন্দ্র গুলোতেও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। ভোটাররা সুন্দর পরিবেশে স্বত:স্ফূর্তভাবে পচ্ছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে।