পুঠিয়ায় কারিতাস এনজিও মহিলাকর্মীর এক লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠেছে। থানায় ভুক্তভোগি অভিযোগ দিয়ে তা গতরাতে থানা গ্রহন করেনি। বর্তমানে তাকে হুমকি দেওয়া হয়েচ্ছে। এই নিয়ে এনজিও মহিলাকর্মী চড়ম বিরাপত্তাহীনতা রয়েছেন। এনজিও মহিলাকর্মী গোলাপী খাতুন বলেন,আমি কারিতাস এনজিওর মোল্লাপাড়া শাখার বড় রাঙ্গামাটিয়া কেন্দ্রের ক্ষুদ্র ঋণ আদায় করে থাকি।
সোমবার (৩ জুন) দুপুরের দিকে ঋণ আদায় শেষ করে। কেন্দ্রের বাহিরে আশামাত্র একটি মোটরসাইকেল চড়ে এসে আমাকে চাকু ধরে। তারপর আমার নিকটে ব্যাগে থাকা এক লাখ ১০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। আমি ছিনতাইকারীকে চিনি। সেই কারণে খুঁজতে খুঁজতে মোমিনপুর বাজারে গিয়ে সেখানে একজনকে দেখতে পাই। সেখানে তাকে ধরে ফেলি। এরপর ১৭ হাজার ৯০০ শত টাকা সে ফেরত দেয়। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। পরে গত রাত এগারটার দিকে আমরা এনজিও কর্মীরা সবাই থানায় উপস্থিত হয়ে থানায় অভিযোগ দিলে থানা তা গ্রহন করেননি।
আমি মহিলা এনজিও কর্মী হওয়ার বর্তমানে ছিনতাইকারীরা আমাকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছেন। আমি চড়ম নিরাপত্তাহীনতায় ভেতরে রয়েছি। অতীতে শিলমাড়িয়া ইউনিয়নে এলাকায় একাধিকবার এনজিও কর্মীদের নিকট হতে টাকা ছিনতাই হওয়ার ঘটনা রয়েছে। এখন পর্যন্ত পুঠিয়া থানা পুলিশের দ্বারায় কোনো ছিনতাইকারীকে কাউকে আটক হয়নি।
এ ব্যাপারে পুঠিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, এনজিও কর্মীর ছিনতাই ঘটনা দুই পক্ষ মিমাংশা হয়েছে। ১৭ হাজার টাকা দেওয়ার পর আরো ২০ হাজার টাকা তাদেরকে দিয়েছে। আমরা গত রাতে বলেছি নির্দিষ্ট করে টাকার পরিমাণ দিয়ে অভিযোগ দেন। পরে তারা থানায় আসেননি।