বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাগুরায় ৯ দফা দাবিতে মানববন্ধন পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও বাংলাদেশ নদী পরিব্রাজক দল নামে দুটি সংগঠন।
বুধবার সকালে মাগুরা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদীর উপর নির্মিত শেখ কামাল ব্রিজের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত। মানববন্ধনে বক্তব্য রাখেন মাগুরা পরিবেশ আন্দোলনের সভাপতি এটিএম আনিসুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান খোকন, ডাক্তার ড্যানিয়েল প্রমুখ।
বক্তারা বলেন, মাগুরায় বয়ে যাওয়া নদী গুলোর দূষণ, দখল মুক্ত করে নদীর সুরক্ষা করতে পৌরসভা কর্তৃক নদীতে বর্জ্য ফেলা বন্ধ করতে সকলের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে মাগুরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও জার্নালিস্ট নেটওয়ার্ক মিডিয়া পার্টনার ছিল।