রাজশাহীর বাঘায় গাছের চাপায় ২ জন নিহত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) উপজেলার আড়ানী ইউনিয়নের রাজার মোড়ে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, মঙ্গলবার রাত দিকে হটাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। এ সময় পাঁচপাড়া গ্রামের মৃত বিরাজ উদ্দিনের ছেলে জাকিরুল ইসলাম (৩৫), মৃত মুরাদ আলীর ছেলে রাজু আহম্মেদ জালাল (৪০) ঝড় বৃষ্টি দেখে রাজার মোড়ে পাইকোড় গাছে নিচে জামাল উদ্দিনের সারের দোকান ও আজগর আলীর মিষ্টির দোকানে আশ্রয় নেয়। এ সময় পাইকোড় গাছ ঝড়ে দোকানের উপর পড়ে। এতে তারা ঘটনাস্থলে নিহত হয়। পরে একই গ্রামের হাসেম আলীর ছেলে সেন্টু আলী (৩৫) কে ফায়ার সার্ভিসের একটি দল গাছের ডাল কেটে আহত অবস্থায় উদ্ধার করে।
এ বিষয়ে আড়ানী ইউনিয়নের পাঁচপাড়া ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।