৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে রংপুর বিভাগের নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের শপথ ৬ই জুন (বৃহস্পতিবার) সকাল ৯ টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
ওই দিন রংপুর বিভাগের ২১ উপজেলা থেকে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানগণ শপথ নেবেন। শপথবাক্য পাঠ করাবেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে রংপুর বিভাগের নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণকে ৬ই জুন সকাল ৯ টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া শপথগ্রহণের আগের দিন অর্থাৎ ৫ই জুন দুপুর ১ টার মধ্যে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের সর্বশেষ স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ-সম্বলিত হলফনামা রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখায় প্রেরণ নিশ্চিত করতে হবে। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো: রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২১শে মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।