চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক এক যুবক নিহত ও অপর আরোহী যুবক গুরুতর আহত হয়েছে।
এ দুর্ঘটনাটি গতকাল ৪ জুন মঙ্গলবার সন্ধা সাড়ে ৭ টায় দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের আমতলী বাজার চকমুসা নামক স্থানে ঘটেছে।
প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে পার্শ্ববতি ফুলবাড়ি উপজেলার রাঙ্গামাটি এলাকার সোনাই চন্দ্র সরেনের ছেলে সুশান্ত সরেন (২৫) ও চিরিরবন্দর উপজেলার স্বরস্বতীপুর এলাকার রবিন সরেনের ছেলে বিশ্বজিত সরেন ( ২৪) আমতলী এলাকায় লিচুর বাগানে লিচু ছিড়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে চকমুসা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক ফুলবাড়ী হতে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সুশান্ত সরেন মৃত্যবরণ করেন ও বিশ্বজিত সরেন গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আহত যুবককে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।
সংবাদ পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে ও রাস্তার দু পার্শ্বে আটকে থাকা যানবাহন চলাচল উন্মুক্ত করে দেয়।
থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।