চিরিরবন্দরে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে চিরিরবন্দরের প্রতিটি ইউনিয়নের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপাটেরদের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৪ জুন মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরিফুল হক।
এ সময় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পযার্য় প্রকল্পের জেলা ম্যানেজার জনাব মো: আবু বক্কর সিদ্দিক, উপজেলা ম্যানেজার নাহিয়া নাহিদসহ সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সদস্যা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় গ্রাম আদালতের অগ্রগতি নিয়ে আলোচলা করা হয়।