জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়ন করছেন প্রায় ২০ হাজার শিক্ষার্থী। রয়েছেন দেড় হাজার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। এ বিপুল সংখ্যক জনবলের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসক রয়েছেন মাত্র দুজন। মেডিকেল সেন্টারে দুজন ডাক্তারসহ রয়েছেন তিনজন মেডিকেল অ্যাসিস্টেন্ট, দুজন অফিস সহকারী ও একজন নার্সসহ সর্বমোট আটজন। রয়েছে একটি মাত্র অ্যাম্বুলেন্স। অনাবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় ক্যাম্পাসের আশপাশে ও ঢাকার বিভিন্ন জায়গায় মেস ভাড়া নিয়ে থাকেন শিক্ষার্থীরা। গ্রাম থেকে শহরে আসা অনেকেই নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারায় শুরুতেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। প্রায়ই সর্দি, জ্বর, ডায়রিয়া, জন্ডিস, টাইফয়েডসহ বিভিন্ন মানসিক সমস্যায় আক্রান্ত হন শিক্ষার্থীরা। কিন্তু এসব সমস্যা নিয়ে মেডিকেল সেন্টারে গেলেই হতাশ হয়ে ফিরে আসতে হয়। অভিযোগ রয়েছে, মেডিকেল সেন্টারে মাথাব্যথা, জ্বর ও ডায়রিয়ার ওষুধ ছাড়া কিছুই পাওয়া যায় না। চিকিৎসার জন্য গেলেও এক ‘বিরাট প্রেসক্রিপশন’ হাতে দিয়ে বাইরে থেকে ওষুধ কিনে খাওয়ার পরামর্শ মেলে। জানা গেছে, জবি মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবা নিয়ে শিক্ষার্থীদের অভাব-অভিযোগ দীর্ঘদিনের। তাদের অভিযোগ- যেকোনো অসুখের চিকিৎসায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে দেওয়া হয় শুধু প্যারাসিটামল। বিশেষ রোগে চিকিৎসা দিতে নেই বিশেষজ্ঞ ডাক্তার। অনেক সময় প্যারাসিটামল ও পাওয়া যায় না এ চিকিৎসা কেন্দ্রে। বেশির ভাগ সময় শিক্ষার্থীরা জটিল সমস্যা কিংবা বড় কোনো রোগে আক্রান্ত হয়ে এলে তাদের হতাশ হয়ে ফিরতে হয়। এ ছাড়া গাইনি বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটের কারণে কাক্সিক্ষত চিকিৎসাসেবা পাঁচ্ছেন না শিক্ষার্থীরা। এছাড়াও অভিযোগ উঠেছে, চিকিৎসা ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় বাজেট কম। সাধারণত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পদ দেওয়ার মাধ্যমে কর্তৃপক্ষ নিয়োগ দিয়ে থাকেন, সেক্ষেত্রে ইউজিসির এ বিষয়ে পদ বাড়ানো দরকার। এছাড়াও মেডিকেল সেন্টারে সব ধরনের ওষুধ নেই, সকল প্রকার ওষুধ রাখার ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে সরকারকে সচেতন হতে হবে এবং বাজেট বাড়াতে হবে। চিকিৎসা ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঠিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।