নাঙ্গলকোট বাজারের লোটাস চত্বরের দেলোয়ার টাওয়ারে হিরা সুইটস, স্ন্যাকস্, কপি হাউজ এ- কনফেকশনারী সোমবার বিকেলে ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিরা সুইটস চেয়ারম্যান আকবর হোসেন ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন ভূঁইয়া, জিএম সালমান ফুয়াদ ফারাবি, হিরা সুইটস নাঙ্গলকোট শো-রুম স্বত্তাধিকারী আবুল কাশেম সরকার, মোহাম্মদ ননা মিয়া, নাঙ্গলকোট সরকারি কলেজ প্রভাষক এনামুল হক, রিমি এন্টারপ্রাইজ স্বত্তাধিকারী ফয়েজ উল্লাহ, শাহাদাত কম্পিউটার স্বত্তাধিকারী শাহাদাত হোসেন প্রমুখ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট বাজারের ব্যবসায়ী বৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন নাঙ্গলকোট আফসারুল উলূম কামিল মাদ্রাসা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা নূরুল আমিন।