ময়মনসিংহে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক সৌরভের ৪ খন্ড মরদেহের রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত মূলহোতা সৌরভের আপন চাচা, চাচার শ্যালক ফারুক ও মরদেহ বহনকারী গাড়ির চালক হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূলত চাচাতো বোনকে ভালোবেসে বিয়ে করার দ্বন্দ্বেই খুন হয় সৌরভ। আর এই হত্যাকান্ডে জড়িত সব আসামীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবী জানান স্বজনরা।
মঙ্গলবার দুপুরে এক প্রেসব্রিফিং জেলা পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুইয়া জানান, ময়মনসিংহ সদর ও মুক্তাগাছা সীমান্তে মনতলা এলাকায় সেতুর নীচ থেকে উদ্বার হওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওমর ফারুক সৌরভের খুনে জড়িত ছিল তারই আপন চাচা। আর চাচাকে খুনে সহায়তা করেছে চাচার শ্যালক। খুনের পর মরদেহ নিয়ে ফেলা হয় সদরের মনতলা সেতুর নীচে সুতিয়া নদীতে। পুলিশ এ ঘটনায় চাচা ইলিয়াছ আলী, তার শ্যালক আহাদুজ্জামান ফারুক ও প্রাইভেট কারের চালক আবদুল হান্নানসহ ৩জনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে সোমবার রাতে ঢাকা ও ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়া থেকে চাচাসহ তিনজনকে গ্রেপ্তার পুলিশ।
পুলিশ সুপার জানান, চাচা ইলিয়াছের মেয়ে ইভার সাথে প্রেম ছিল প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বড় ভাই ইউসুফ আলীর ছেলে সৌরভের। চাচাতো বোনের সাথে প্রেম ও বিয়েই কাল হলো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক সৌরভের। নিহত সৌরভের পরিবারের অভিযোগ ইভা ও সৌরভের প্রেম ও বিয়ে নিয়েই দ্বন্দ্ব চলছিল দুই ভাই ইউসুফ আলী ও ইলিয়াস আলীর পরিবারে। এরইমধ্যে তিন বছর আগে ইলিয়াস আলীর মেয়ে ইভাকে আবরাহাম নামে এক শিক্ষার্থীর সাথে বিয়ে হয়। বিয়ের পর শিক্ষা ভিসায় কানাডা চলে যায় আবরাহাম। এরপর আবার প্রেমে জড়ায় চাচাতো ভাই বোন ইভা ও সৌরভ। কিন্তু ইভার পরিবার তা মেনে নেয়নি। এরপর থেকে বারবার সৌরবের পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে ইভার বাবা ইলিয়াস আলী। চাপ দেয়া হয় ডিভোর্সের। কিন্তু উপায় না পেয়ে ইভাকে গত ১৬ মে কানাডা পাঠিয়ে দেয় তার পরিবার। এরপর দুই পরিবারের দন্দ্ব আরো বাড়ে। গত ১ জুন সৌভবকে অন্য কাজে ময়মনসিংহ আসলে কৌশলে ইভার ভাই তাকে বাসায় ডেকে নিয়ে প্রথমে মাথায় আঘাত করে হত্যা করা হয়। পরে মরদেহ চার টুকরা করে।পরে নগরীর একটি দোকান থেকে একটি লাগেজ কিনে ভরা হয় তাতে। পরে প্রাইভেটকার ভাড়ায় করে সদরের মনতলা এলাকায় নিয়ে লাগেজ ভর্তি মরদেহ ব্রীজের নিচে সুতিয়া নদীতে ফেলে দেয়। পুলিশ সুপার আরো জানান, ইলিয়াস ও তার শ্যালক মিলে সৌরভকে হাত-পা বেঁধে হত্যা করা হয় সৌরভকে। হত্যার পর মরদেহ গুম করতে চার টুকরো করা হয়। মরদেহের আঙ্গুলের ছাপ নষ্ট করতে কেটে ফেলা হয় আঙ্গলের মাথা।
রোববার সকালে মনতলা সেতু থেকে লাশ উদ্বারের পর জেলা ডিবি পুলিশ ও কোতোয়ালী পুলিশ তদন্তে নামে। পুলিশ খুব দ্রুতই লাশের পরিচয় সনাক্ত করে ফেলে। এরপর সন্ধ্যার মাঝেই পুলিশ খুনের রহস্য ও খুনীদের সর্ম্পকেও তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়। এরপর ডিবি ও কোতোয়ালী পুলিশ আসামি গ্রেপ্তারে মাঠে নামে।
এরপর সোমবার প্রথমে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় ইলিয়াছের শ্যালক ফারুক (৩০) কে। এরপর মূল হত্যাকারী ইলিয়াছকে (৫৫) গ্রেপ্তার করা হয় জেলার সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়া থেকে। এরপর লাশ বহনকারী প্রাইভেট কারের চালক হান্নানকে(৬৫) গ্রেপ্তার করা হয় ময়মনসিংহ থেকে। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঁইয়া বলেন হত্যার কারণ তারা জানতে পেরেছেন। জড়িতদের তারা গ্রেপ্তার করতেও সক্ষম হয়েছেন। তিনি গ্রেপ্তারকৃতরা তাদের অপরাধ স্বীকার করেছে। তিনি বলেন এ ঘটনায় আরও কেউ জড়িত কি না তা তদন্তের পর জানা যাবে। প্রসঙ্গত ইভা বর্তমানে কানাডায় রয়েছে। সৌরভের স্বজনরা জানায়, ঢাকা থেকে সৌরভ ময়মনসিংহে আসে ইভার সাখে তার বিয়ের ব্যাপারে বর্তমানে কানাডা প্রবাসী ইভার আগের স্বামীর বাবা ডাঃ আমিনুলের সাথে কথা বলতে। তার সাথে কথা বলে ফিরে যাওয়ার সময় তার চাচা ইলিয়াছ জানতে পারে সৌরভ ময়মনসিংহে এসেছে। পরে কৌশলে ইলিয়াছ তার স্কুল পড়-য়া ছেলেকে দিয়ে মোবাইল ফোনে কথা বলে সৌরভকে তার বাসায় ডেকে এনে নির্মমভাবে খুন করে। সৌরভের বোন ফারজানা আক্তার জানান, এটি একটি পরিকল্পিত খুন। এ খুনের সাথে চাচা -চাচিসহ তাদের পরিবারের সবাই জড়িত। এমনকি ইভাও এ খুনের পরিকল্পনা সম্পর্কে সব জানে। ফারজানা আরো বলেন, ইভাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক। আমরা এই হত্যাকান্ডে বিচার দ্রুত নিষ্পত্তির দাবি জানাই।