পটুয়াখালীর পায়রায় ১২শ’ মেগাওয়াট এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) পাওয়ার প্ল্যান্ট নির্মাণে সরকারের সিদ্ধান্ত বাতিলের দাবিতে নগরীতে প্রচারাভিযান চালানো হয়েছে। মঙ্গলবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালন করেন পরিবেশকর্মীরা।
বহুমুখী এ প্রচারাভিযান যৌথভাবে আয়োজন করে প্রান্তজন, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডাব্লিউজিইডি)। এ সময় এ পাওয়ার প্ল্যান্টকে ‘কার্বন বোমা’ দাবি করে তা নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানানো হয়।
অনুষ্ঠানে প্রান্তজন’র নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা, পরিবেশ কর্মী আসিফ হাওলাদার, জাহিদুল ইসলাম, ফয়সাল আহমেদ বরকত, মুক্তি মাহমুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, পায়রায় ১২শ’ মেগাওয়াট পাওয়ার প্ল্যাল্ট বাণিজ্যিকভাবে চালু হলে প্রতি কিলোওয়াট ঘন্টায় ৯৫০ গ্রাম কার্বনডাই অক্সাইড নির্গমন করবে। এটি সম্পূর্ণভাবে চললে, বছরে ১ লাখ ৭৬ হাজার ৯৬৯.৫ টন কার্বনডাই অক্সাইড নির্গত করবে। এর জীবদ্দশায় ৩৮ লাখ ৯৩ হাজার ৩২৮.৮১ টন নির্গত করবে। জীবাশ্ম জ¦ালানি বিদ্যুৎ কেন্দ্রগুলো দীর্ঘদিন ধরে কার্বন নির্গমনের একটি প্রধান প্রভাবক। এর মাধ্যমে জলবায়ুর বিরূপ পরিবর্তন ত্বরান্বিত হচ্ছে। যা বিশ্বব্যাপী সম্প্রদায়ের স্বাস্থ্য ও পরিবেশ হুমকির মুখে ফেলছে। তাই পরিবেশ রক্ষায় অবিলম্বে সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেন বক্তারা।