বরিশালের মুলাদী ও হিজলা উপজেলায় ১০ লাখ টাকার দুটি পাই জাল জব্দ করেছে প্রশাসন। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর যৌথ অভিযান চালিয়ে মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদের চরলক্ষীপুর এলাকা থেকে ১ টি পাই জাল জব্দ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিন এর উপস্থিতিতে জালটি পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
এর আগে রোববার রাতে হিজলা উপজেলার মেঘনা নদীর গঙ্গাপুর এলাকায় জেলেদের একটি বিশাল পাই জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ সময় মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, মুলাদী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খান মো. মনিরুজ্জামান ও হিজলা নৌ পুলিশের এএসআই তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জব্দকৃত পাই জাল দুটির দাম প্রায় ১০ লাখ টাকা। অবৈধ পাই জাল দিয়ে মাছ শিকার করায় ইলিশ ও পাঙাসসহ বিভিন্ন মাছের রেনু ধ্বংস হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় মুলাদী ও হিজলার নদীগুলোতে অভিযান অব্যাহত থাকবে।