রাত পোহালেই ৫ জুন বুধবার সিরাজগঞ্জের রায়গঞ্জে ষষ্ঠ উপজেলা ৪র্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ইলেট্রনিক ডিভাইস ইভিএম মেশিনে প্রথাম বারের মত ভোট প্রদান করবেন ভোটাররা। রায়গঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায় উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১০৯ টি ভোট কেন্দ্রের বিপরিতে ৭৭৬টি বুতে ইলেট্রনিক ডিভাইস এভিএম মেশিনে ভোট গ্রহণ হবে। ইলেট্রনিক ডিভাইস ইভিএম মেশিনে প্রথাম বারে ভোট গ্রহণের বিষয়ে ভোটারদের মনে নানা প্রশ্ন রয়েছে। ইভিএম মেশিনের কারণে ভোটাররা উপস্থিতি বাড়বে। ভোটাররা আরও বলছেন এবারের চেয়ারম্যান পদে ভোট হবে ত্রি-মূখী। এ উপজেলার মোট ভোটার সংখ্যা হলো ২ লাখ ৬১ হাজার ৮৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো ১ লাখ ৩২ হাজার ৬৯৮ জন। মহিলা ভোটার সংখ্যা হলো ১ লাখ ২৯ হাজার ১৪৯ জন। সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন (দোয়াত কলম মার্কা), উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদি আল মাজি জিন্নাহ (মোটর সাইকেল মার্কা) ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান রায়গঞ্জ উপজেলা ইট-ভাটা মালিক সমিতির সভাপতি গোলাম হোসেন শুভন সরকার (ঘোড়া মার্কা) নিয়ে এলাকায় প্রচার-প্রচারণা চালিয়েছেন। এদিকে উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু (টিউবয়েল মার্কা), রায়গঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল (উড়োজাহাজ মার্কা), সাবেক ছাত্রলীগের সাবেক নেতা আবদুর রউফ সরকার বকুল (তালা মার্কা), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক লিটন খান (মাইক মার্কা), এবং সাবেক কৃষক লীগের নেতা ফরহাদ আলী (চশমা মার্কা)। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাহা হলেন রায়গঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নেত্রী নিলা হক লুৎফা (ফুটবল মার্কা), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস (হাঁস মার্কা), উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা পাপিয়া খাতুন পরি (সিলিং ফ্যান মার্কা) যুব মহিলালীগের নেত্রী অনন্যা খাতুন সাথী (কলস মার্কা)। উপজেলা নির্বাচন অফিসার সুদীপ কুমার জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের নিকট ভোটকেন্দ্রের জন্য ইলেট্রনিক ডিভাইস এভিএম মেশিনেসহ সকল প্রকার সরঞ্জামাদি পাঠানো হয়েছে। এ ব্যাপারে রায়গঞ্জ ওসি হারুন অর রশীদ জানান, সুষ্ঠ ও সুন্দর ভাবে ভোট উৎসব পালন করতে সর্বদা আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা সক্রিয় আছে। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্মন্ন করা হয়েছে। একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে বলে আমি আশাবাদী।