রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আরডিআরএস এর উদ্যোগে প্রকল্প অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত ওই অবহিতকরণ সভার উদ্বোধণ করেন সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। সভায় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ তাজুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমান, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা-মাহমুদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোশরেফা খাতুন শিমু, মহিলা বিষয়ক কর্মকর্তা-শাহানাজ ফারহানা আফরোজ, সমবায় কর্মকর্তা মাহফুজা খাতুন, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল, পীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ আব্দুল্লাহীল বাকী বাবলু, আরডিআরএস এর প্রকল্প সমন্ময়কারী আমীন আহমেদ, উপজেলা কো-অর্ডিনেটরমিখাইল শরেন উপস্থিত ছিলেন। ষ্ট্রোম ফাউন্ডেশনের অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ এ অবহিতকরণ সভার আয়োজন করে। অবহিত করণ সভায় জানানো হয়, এ প্রকল্পের আওতায় পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ, টুকুরিয়া, আলমপুর ও মিঠিপুর ইউনিয়নের এই ৪টি ইউনিয়নের ১৪ টি ওয়ার্ডের ১৯টি গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ওরাও, হিন্মোদি ও মুসলিম ধর্মাবলম্বী ১ হাজার নি¤œবিত্ত পরিবারকে নিয়ে প্রকল্পের কর্মসূচি বাস্তবায়ন করা হবে টানা ৫ বছর ধরে।