ঝিনাইদহ কালীগঞ্জের কীটনাশক কোম্পানির বিক্রয়কর্মী মোশাররফ খান (৩৫) নামে এক মোটর সাইকেল আরোহীর বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার কাটাখালি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।মারা যাওয়া মোশাররফ জেলার কালীগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের হেলাল উদ্দিন খানের ছেলে। তিনি একটি কীটনাশক কোম্পানির বিক্রয়কর্মী ছিলেন।
মঙ্গলবার দুপুরে জেলার কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুর থেকে কালীগঞ্জ ফিরছিলেন মোশাররফ খান। কালীগঞ্জ-জীবননগর সড়কের ম কাটাখালি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা শাপলা পরিবহনের একটি বাস মোশাররফকে বহনকারী মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোশাররফকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পলাতক।