বাগেরহাটের শরণখোলা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ভিটামিন এ এর অভাবজনিত সমস্যা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৫ সহস্রাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ফরিদ আহমেদ জানান, শনিবার উপজেলার ৯৭টি কেন্দ্রে ১৯৪ জন শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও সেচ্ছাসেবক ৬মাস থেকে ১১ মাস বয়সী ১৬ শতাধিক এবং ১বছর থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজে দায়িত্ব পালন করে। এ কর্মসূচি সফল ভাবে বাস্তবায়নের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস উত্তর কদমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর দিনে স্কুল বন্ধ থাকায় ওই এলাকার শিশুদের উপস্থিতি নিশ্চিৎ করতে উত্তর কদমতলা সরকারী প্রাথমিক বিদ্যা লয়ের কাব শিক্ষার্থীরা বাড়িতে বাড়িতে গিয়ে খবর দেয়। পরিদর্শণ কালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উপস্থিতি দেখে প্রসংশা করেন। পরিদর্শণ কালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীনে জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় শরণখোলায় ১৫ হাজার ৪শত১৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যপসুল খাওয়ানো হয়। ভিটামিন এ এর অভাব জনিত রাতকানা রোগের প্রার্দুভাব এক শতাংশের নিচে কমিয়ে আনা, অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে রক্ষা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এবং ভিটামিন এ এর অভাব জনিত সমস্যা প্রতিরোধে বছরে দুইবার ভিটামিন এ ক্যাম্পুল খাওয়ানো হচ্ছে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের প্রতিটি নীল ক্যাপসুলে ১লাখ ইউনিট সমৃদ্ধ এবং ১ বছর থেকে ৫৯ মাস বয়সী শিশুদের প্রতিটি লাল ক্যপসুল ২ লাখ ইউনিট সমৃদ্ধ ক্যপসুল খাওয়ানো হয়।