প্রতিদ্বন্ধী প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে বিস্তার অভিযোগ, ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাঁধা প্রদান করার হুমকি, জেলার এক শীর্ষ রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে কেন্দ্র দখল করে ভোট পিটিয়ে নেওয়াসহ চরম উৎকণ্ঠার মধ্যদিয়ে বুধবার জেলার বানারীপাড়া, বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোটগ্রহণ।
তবে প্রার্থীদের উৎকণ্ঠা থাকলেও সরকার ও নির্বাচন কমিশনারের কঠোর নির্দেশনায় সবকিছু দমন করার দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে রয়েছেন প্রশাসন। তিন উপজেলায় প্রতিদ্বন্ধীতা করছেন ২৯ জন প্রার্থী। সাধারণ ভোটাররা চাচ্ছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নিবিঘেœ ভোটপ্রদান করতে।
সূত্রমতে, বানারীপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে হেভিওয়েটের দুইজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক নেতাসহ ছয়জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। উজিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এ ছাড়া বাবুগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে এক নারীনেত্রীসহ দুইজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ ওহিদুজ্জামান মুন্সী বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আমরা অতীতের মতো সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। আজ উৎসবমূখর ভোটের দিনেও কোন প্রার্থী প্রভাব বিস্তারের চেষ্টা করলে, সে যতো বড়ই ক্ষমতাসীল হোকনা কেন, নির্বাচন কমিশনের নির্দেশে তার প্রার্থীতা বাতিল করা হবে।
উল্লেখ্য, বানারীপাড়ায় আটটি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪২ হাজার ৩৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার ৭৫৪ জন ও নারী ভোটার ৬৯ হাজার ৬০৬ জন। উজিরপুরের নয়টি ইউনিয়নে মোট ভোটার দুই লাখ ২২ হাজার ২৫৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৩ হাজার ৩৮৭ জন ও নারী ভোটার ১ লাখ আট হাজার ৮৬৯ জন। এরমধ্যে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার একজন। বাবুগঞ্জের ছয়টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪১ হাজার ৯৫১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৩১১ জন ও নারী ভোটার ৭০ হাজার ৬৪৮ জন।