জাতীয় পরিচয় পত্র (এনআইডি) করে দেয়ার কথা বলে টাকা নেয়ার অপরাধে এক উদ্যোক্তাকে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। ৪ জুন মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্ততা রিফাত সরকারকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
ভুক্তভোগী মোঃ আরিফ খান জানান, জাতীয় পরিচয় পত্র করার জন্য সনমানিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রিফাত সরকারের সাথে ১৪ হাজার টাকায় রফা হয়। ১০ দিনের ভিতরে জাতীয় পরিচয় পত্র করে দেয়ার কথা। পরে তাকে ১০ হাজার টাকা নগদ দেই। ২৫ দিনের মধ্যেও জাতীয় পরিচয় পত্র সে করে দিতে পারেনি। কয়েক দফায় রিফাতের সাথে কথা বললে সে তালবাহানা শুরু করে। পরে বিষয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে জানালে তিনিও এর কোন সমাধান করে দিতে পারেননি। পরে এই বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়।
উদ্যোক্তা রিফাত সরকার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ওই টাকা তাদের ফেরত দিয়ে দিয়েছি এবং আমি ইউএনও স্যারের কাছে এই ঘটনার জন্য ক্ষমাও চেয়েছি। সনমানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোবারক হোসেন বলেন, ভুক্তভোগী পরিবারের কাছ থেকে বিষয়টি জানতে পারি। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান বলেন, টাকা নেওয়ার বিষয়টি জানার পর ওই উদ্যোক্তাকে ডেকে পাঠানো হয়। দুই পক্ষের কথা শুনে সত্যতা পাওয়া যায়। ভুক্তভোগীদের টাকা ফেরত প্রদান করা হয় এবং ওই উদ্যোক্তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।