ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কৃতী সন্তান জাতীয় নেতা ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দেওয়ান মাহবুব আলী কুতুব মিয়ার ৫৩তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে মাহবুব আলী স্মৃতি পরিষদ, স্থানীয় কমিউনিষ্ট পার্টি ও ত্রিতাল সঙ্গীত নিকেতন উপজেলা চত্বরে তাঁর ম্যুরালে পুস্ফস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংগঠনের সম্পাদক দেওয়ান রওশন আরা লাকীর সঞ্চালনায় ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আবদুর রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের ব্যবস্থাপনা পরিষদের সাবেক সভাপতি মো. আইয়ুব খান, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা মো. মতি মিয়া, লেখক গবেষক ও ত্রিতাল সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ, আওয়ামী লীগ নেতা মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির সরাইল শাখার সভাপতি দেবদাস সিংহ রায়, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও সাহিত্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. মোতাহার হোসেন, মহিলা কলেজের প্রভাষক ও সরাইল প্রেসক্লাবের সাবেক সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, ন্যাপ নেতা আবদুল জব্বার, মো. মাখন মিয়া, উদীচী সরাইল শাখার সভাপতি মো. মোজাম্মেল হোসেন। বক্তারা বলেন, ৫৩ বছর পর সরাইলবাসী মহান নেতা মাহবুব আলীর ম্যুরালে পুস্ফ স্তবক অর্পণ করে নতুন ইতিহাস গড়েছেন। মহান স্বাধীনতা সংগ্রামের বীর সেনানী মাহবুব আলী ৫৪ সালে যুক্ত ফ্রন্টের নির্বাচনে জাতীয় পরিষদের কনিষ্ঠতম সংসদ সদস্য। মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের অগ্রনায়ক, সাধারণ মানুষের প্রাণ পুরূষ ও ত্যাগী নেতা। ভবিষ্যতে ওঁর যেকোন অনুষ্ঠান কলেবর বাড়িয়ে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সমুহের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এতে করে পরবর্তী প্রজন্ম দেওয়ান মাহবুব আলীর বীরত্ব গাথাঁ, মানবসেবা ও ত্যাগী জীবনের ইতিহাস জানবে। মাহবুব আলীর অসম সাহস, আদর্শ, নীতি, নৈতিকতা, রাজনৈতিক দূরদর্শীতা ও শিষ্ঠাচার আমাদের পরবর্তী প্রজন্মের জন্য হবে অনুকরনীয়।