বঙ্গোপসাগর উপকূল খুলনার কয়রা-পাইকগাছা উপজেলার ওয়াপদা বাঁধ কেটে পাইপ, বাক্সকল ও গেট তৈরি করে নদীর লোনা পানি তুলে চিংড়ি ঘের করার কারণে সরকারের কোটি কোটি টাকা মূল্যের বেড়িবাঁধ নষ্ট হয়েছে। অন্যদিকে প্রায় ৭০ বছর পূর্বে নির্মিত বেড়িবাঁধ সংস্কার ও বাঁধ নষ্ট কারীদের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন কোন আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় প্রতি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে। উপকূলীয় উপজেলা পাইকগাছা ও কয়রা নদীর পানি রক্ষা বেড়িবাঁধে কয়েক হাজার অবৈধ পাইপ স্থাপন করা হয়েছে। পাইপ স্থাপন করে ঘেরে লবণপানি উত্তোলনের ফলে বাঁধ ভেঙে বারংবার ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলের হাজার হাজার মানুষ। ২৬ মে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানে উপকূলীয় জনপদ পাইকগাছায়। টানা কয়েক ঘন্টার ঘূর্ণিঝড়ের তান্ডব এবং ঘূর্ণিঝড়ের পরের দিন ঘূর্ণিঝড় পরবর্তী ঝড়ের তান্ডবে ক্ষতবিক্ষত হয়ে যায় পাইকগাছায় ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন স্থানের ওয়াপদার বেড়িবাঁধ। রেমাল এর তান্ডবে উপজেলায় কমপক্ষে ৩০ থেকে ৪০ স্থানে বাঁধ ভেঙ্গে ও উপচে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। যেসব ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে দেলুটী, সোলাদানা, গড়ইখালী, রাড়-লী, লস্কর ও পৌরসভা অন্যতম। সরকারি প্রাথমিক হিসেব অনুযায়ী কমপক্ষে ১০ কিলোমিটার বেড়িবাঁধ কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী কয়েক দিনে পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের যৌথ প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত বাঁধ প্রাথমিক মেরামত, কোথাও কোথাও রিং বেড়িবাঁধ দিয়ে নদীর পানি প্রবেশ বন্ধ করা হয়েছে। দেলুটি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে প্রাথমিক বাঁধ মেরামতের কাজ চলমান রয়েছে বলে জানান, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। প্রাথমিক মেরামত কাজ শেষ করতে আরো কিছুদিন লাগতে পারে বলে জানিয়েছেন স্থানীয় এ জনপ্রতিনিধি। অনুরূপভাবে চলমান রয়েছে গড়-ইখালী বাজার সংলগ্ন আবাসন প্রতিরক্ষা বাঁধ মেরামতের কাজ। মূল ওয়াপদার বাইরে প্রতিরক্ষা বাঁধ বেষ্টুনী দিয়ে ১৭৫ পরিবার গড়ইখালী আবাসনে বসবাস করে। ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে এখানকার ২ কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আবাসনের বাসিন্দারা বাঁধটি মেরামতের কাজ করছেন। বাঁধ নিয়ে উপকূলীয় জনপদের মানুষের এমন সংগ্রাম আর কত দিন? এমন প্রশ্ন ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের। ভাঙা কিংবা দূর্বল বাঁধ সংস্কার করা হলেও পাইপ উচ্ছেদ না করায় বারংবার ভাঙছে একই স্থান, অপচয় হচ্ছে অর্থ। এসব পাইপ উচ্ছেদের জন্য জেলা উন্নয়ন সমন্বয় সভায় সিদ্ধান্ত নেয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পাইপ দিয়ে লবণপানি উঠানামা করায় একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঁধ, অন্যদিকে লবণাক্ততায় উপকূলে নানা জটিলতা বাড়ছে। গত জুলাই মাসে খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় পাইকগাছা উপজেলার দেলুটী ইউনিয়নের বেড়িবাঁধে স্থাপিত ৫১৪টি পাইপ উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধাস্ত হয়। এগারো মাস অতিবাহিত হলেও সিদ্ধাস্ত একটি কমিটি গঠনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। পাইপ উচ্ছেদের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা থাকলেও অদ্যাবধি কোন কাজ দৃশ্যমান হয়নি। দেলুটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন কুমার মন্ডল বলেন, পাইপ উচ্ছেদের জন্য আমরা ইউনিয়ন পরিষদ থেকে রেজুলেশন করে জমা দিয়েছি। জেলা প্রশাসক উচ্ছেদের নির্দেশনা দিয়েছিলেন। পরে অদৃশ্য কারণে নির্দেশনা ধামাচাপা পড়ে যায়। কয়রা উপজেলার দশহালিয়া থেকে হোগলা হয়ে বাগালী পর্যন্ত কপোতাক্ষ নদের বাঁধে শতাধিক পাইপ স্থাপিত রয়েছে। এসব পাইপ দিয়ে চিংড়ি চাষের ঘেরে লোনা পানি সরবরাহ করা হয়। কয়েকটি ঘেরের সামনে নতুন মেরামত করা বাঁধও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দশহালিয়ার দুটি স্থান ভেঙে ২০২১ সালের ২৬ মে ইয়াসে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এর আগেও ঘূর্ণিঝড় আইলায় দশহালিয়া ও পবনার বাঁধ ভেঙে মহারাজপুর ইউনিয়নের সর্বত্র লোনা পানি প্রবেশ করে। ভেঙে যাওয়া এসব স্থান পানি উন্নয়ন বোর্ড সংস্কার করলেও পাইপ দিয়ে পানি উত্তোলন অব্যাহত রয়েছে। সেকারনে গত ২৬ মে রেমালে পূণরায় ঐ এলাকা ভাঙ্গনে এলাকার মানুষ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এলাকার সচেতন মহল এজন্য ঘের মালিক, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারী এবং দুটি উপজেলা পরিষদ প্রশাসনের কর্মকর্তাদের দায়ী করেছেন। এর আগে ওয়াপদা বাঁধ কর্তন কারী বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয়া হতো। যাতে মহামান্য হাইকোর্ট ছাড়া আসামিরা জামিন পেত না। পাইকগাছা উপজেলার লতা, সোলাদানা, গড়ইখালী, রাড়-লী, দেলুটী ইউনিয়নসহ কয়রা উপজেলার বাগালী, মহারাজপুর, কয়রা সদর, মহেশ্বরীপুর, উত্তর বেদকাশী ও দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চিত্র একই। এসব এলাকায় নদীর পানি রক্ষা বাঁধ ছিদ্র করে অথবা কেটে পাইপ বসিয়ে ঘেরে লোনা পানি উত্তোলন করা হচ্ছে। এতে এসব এলাকার প্রায় ২১ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে ঝুকিতে রয়েছে বহু এলাকা। রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ও জনপ্রতিনিধির পাশাপাশি সাধারণ মানুষও বাঁধ ছিদ্র করে অনায়াসে পাইপ বসিয়ে লোনা পানি ওঠাচ্ছেন। আর প্রতি বছর কোনো না কোনো এলাকার বাঁধ ভেঙে প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনপদ। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, পাইপ উচ্ছেদে একটি কমিটি আছে শুনেছি। বিষয়টি আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ড, খুলনা-২'র নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, বেড়িবাঁধে স্থাপিত পাইপ দিয়ে পানি সরবরাহের ফলে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। পাইপ উচ্ছেদে একটি প্রক্রিয়া রয়েছে, যা করতে ম্যাজিস্ট্রেটও লাগে। পাইকগাছা উপজেলার তালিকা তৈরি করে আমরা জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছি। আর কয়রা উপজেলা আমাদের আওতায় ছিল না, নতুন সংযুক্ত হয়েছে। ওই উপজেলার বাঁধে স্থাপিত পাইপের তালিকা তৈরি করে উচ্ছেদের ব্যবস্থা নিব। রেমালের পর গত ২৯ মে পাইকগাছার দেলুটি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ চন্দ্র। তিনি জনগণকে দ্রুত বাঁধ সংস্কারের আশ্বাস দেন। এদিকে বেড়িবাঁধ ভাগনে ক্ষতিগ্রস্থদের একটায় স্লোগান ত্রাণ নয় টেঁকসই বেড়িবাঁধ চাই।