বেনাপোল পোর্ট থানা পুলিশ আজ মংগলবার সকালে স্থানীয় বড়আচঁড়া গ্রামের রেজাউল মার্কেটে অভিযান চালিয়ে ১০০ পুরিয়া হেরোইন ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক দ্রব্যের মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা বলে পুলিশ জানায়। পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি সুমন ভক্ত বলেন ঘটনার বিষয়ে বেনাপোল পোর্ট থানায় দুইটি মাদক মামলা রুজু করা হয়। ওই গ্রেফতরকৃত আসামীদের কে যথাযথ পুলিশ প্রহরায় আজ দুপুরে যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।