পিরোজপুরে ইন্দুরকানীতে বাল্য বিবাহ প্রতিরোধে বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইন্দুরকানী মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বাল্য বিবাহ প্রতিরোধে পিরোজপুর জেলা স্কুল পর্যায়ে “বাল্য বিবাহ নিরোধ ঘন্টা” উদ্ধাবনী উদ্যোগ এর বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এতে মহিলা বিষয়ক অধিদপ্তর পিরোজপুর উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে জান্নাত ফেরদৌসি, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দিন গাজী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন, অভিভাবক সদস্য ডাঃ মিজানুর রহমান, মোঃ শাহিদুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আরিফুজ্জামান।