জেলার গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের এক কৃষকের পান বরজের লতা কেটে দিয়েছে দূর্বৃত্তরা। এতে ওই কৃষকের কমপক্ষে চার লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্থ পানচাষী মানিক ভদ্র জানান, চাঁদশী বাজারের উত্তর পার্শ্বে ৩০ শতক জমিতে ১১০ খানা পানের বরজ নির্মাণ করে তিনি দীর্ঘদিন থেকে পান চাষ করে আসছেন। সোমবার দিবাগত রাতে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা পান বরজে প্রবেশ করে সমস্ত লতা কেটে দিয়েছে। এতে তার একমাত্র আয়ের উৎস হারিয়ে পরিবার নিয়ে পথে বসার উপক্রম হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দূর্বৃত্তদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।