পাবনার সুজানগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আবদুল ওহাব বলেছেন প্রতিটি মানুষের শিক্ষা জীবনের মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। যে যতো বড় শিক্ষিত এবং উচ্চপদস্থ কর্মকর্তাই হোক না কেন প্রাথমিক শিক্ষাকে উপেক্ষা এবং অবজ্ঞা করার সুযোগ নেই। সুতরাং প্রাথমিক শিক্ষার মান্নোয়নে শিক্ষকদের সময়োপযোগী তথা সৃজনশীল পাঠদান করতে হবে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি উপর্যুক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের সদস্য আহমেদ ফররুখ কবির বাবু, পাবনা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মথুরাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল কাদের ও উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওই সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টুকু, কেএম জালাল উদ্দিন, সুবর্ণ কাকন, শরীফুল আজম, হারুন শেখ ও চঞ্চল কুমার। অনুষ্ঠান পরিচালনা করেন ওই সমিতির সাংগঠনিক সম্পাদক ক্ষেতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন। এর আগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আবদুল ওহাবকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।