মুন্সীগঞ্জের সিরাজদিখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বাহেরকুচি গ্রামে দেলোয়ার হোসেনের বাড়ির আঙ্গিনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ মো. মমিন আলী। এতে প্রধান বক্তা ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস ধীরন।
মধ্যপাড়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি খালেক শিকদার, সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল হক খান, সাবেক যুগ্ম সম্পাদক শাহআলম, বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল মান্নান, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ হামিদুল ইসলাম প্রমুখ।
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হিমেল মল্লিক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব মোল্লাসহ বিভিন্ন অঙ্গ সংগটনের নেতৃবৃন্দ।