জেলার মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ ও হিজলা উপজেলার মেঘনা নদীতে পৃথক অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল্যের দুইটি পাই জাল জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, থানা ও নৌ-পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জব্দকৃত জাল মুলাদী উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিনের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।