ফিলিস্তিনে ইসরাইল আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল সমাবেশ ও গণসংগীত কর্মসূচি পালন করেছে জেলা গণ কমিটি। এ উপলক্ষে মঙ্গলবার সকালে মাগুরা শহরের চৌরঙ্গির মোড় সেগুন বাগিচা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। গণ কমিটির এটিএম মহব্বত আলীর সভাপতিতে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন গণ কমিটির অধ্যক্ষ কাজী ফিরোজ, এটিএম আনিসুর রহমান, প্রকৌশলী শম্পা বসু, রূপক আইচসহ অন্যরা। পরে বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের শিল্পীরা যুদ্ধ বন্ধের দাবিতে গণসংগীত পরিবেশন করে।