বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড রৌপ্য ব্যাঘ্র পদক অর্জন করেছেন শিক্ষক আক্তারুজ্জামান। ২ জুন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বাংরাদেশ স্কাউটস এর ৫২তম ত্রীবার্ষিক সম্মেলনে মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার হাতে এ পদক তুলে দেন। তিনি ঝিনাইদহের মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। গত বছরের ২৯ নভেম্বর তিনি অবসর গ্রহন করেন।
মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকুর আলী জানান, আক্তারুজ্জামান স্কাউটের সর্বোচ্চ পদক পাওয়ায় আমরা গর্বিত। তিনি কর্মজীবনে অত্যান্ত দ্বায়িত্বশীল ও মানবিক ছিলেন। তার এ প্রাপ্তি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে অনেক উঁচুতে নিয়ে গেছে।
আক্তারুজ্জামান জানান, দেশের সর্বোচ্চ এ পদক পেয়ে খুবই আনন্দিত। বাংলাদেশ স্কাউটস এর সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ পর্যাযায়ে আসতে যিনি নিজেকে সর্বোচ্চ উৎসর্গ করেছেন, তিনি আমার সহধর্মিণী। তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জীবনের বাকিটা সময় যেন দেশ ও মানুষের সেবাই কাজ করতে পারি।