জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের খালে কচুরিপানার মধ্য থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
বানারীপাড়া থানার ওসি মোঃ মাইনুল ইসলাম জানান, রোববার সন্ধ্যায় উদ্ধার হওয়া গলিত মরদেহের এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন মৃত্যুর কারণ বলা সম্ভব হবে। মরদেহ গলিত হওয়ার কারণে কিছু বোঝা যাচ্ছেনা। এমনকি বয়সও ধারণা করা যাচ্ছেনা। স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, স্থানীয় এক ব্যক্তি গ্রামের বিহারী লাল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে খালের কচুরিপানার মধ্যে মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন।