পটুয়াখালীর বাউফলে ঘূর্ণিঝড় রেমালে বিধ্বস্ত বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ হাসনাইন (২২) নামের এক বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে। মৃত হাসনাইন ভোলা জেলার দৌলতখান থানার উত্তর জয়নগর গ্রামের চালিতাতলি বাজারের মোঃ জামাল হোসেনের ছেলে। হাসনাইন বাউফল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে এক বছর ৯ মাস যাবত লাইনম্যান ক্রু লেবেল -১ পদে কর্মরত।
সূত্র জানায়, সোমবার (৩ জুন) দুপুর একটার দিকে সহকর্মী জাহিদ হাসান সহ উপজেলার চন্দ্র দ্বীপ ইউনিয়নের চর নিমদী এলাকায় বিদ্যুৎ লাইন সার্ভিস ড্রপ মিটারের সাথে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। সহকর্মী জাহিদ হাসান ও স্থানীয় লোকজন হাসনাইনকে বেলা দুইটার দিকে বাউফল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মোঃ মিরাজুল ইসলাম হাসনাইনকে মৃত্যু ঘোষণা করেন।
বিদ্যুৎ কর্মীর মৃত্যুর খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী তাৎক্ষণিক হাসনাইনের খোঁজখবর নিতে বাউফল হাসপাতালে ছুটে আসেন। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বাউফল জোনাল অফিসের ডিজিএম মোঃ মুজিবুর রহমান চৌধুরী বলেন, অসতর্কতার কারণে ঘটনাটি ঘটতে পারে। এ বিষয়ে পরবর্তীতে তদন্ত করে বলা যাবে। সমিতির পক্ষ থেকে আমরা সকল ব্যবস্থা করবো। এজিএম প্রকৌশলী গগন সাহা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, হাসনাইনের পরিবারকে ইতোমধ্যে খবর পাঠানো হয়েছে। পরবর্তী সকল ব্যবস্থাপনা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়মমোতাবেক সম্পন্ন করা হবে। হাসনাইনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসা সহকর্মীদের কান্নায় পুরো হাসপাতাল এলাকায় শোকের ছায়া নেমে আসে।