চলতি মৌসুমে পাবনার সুজানগর পৌর বাজারসহ উপজেলার অধিকাংশ হাট-বাজারে অবাধে নিষিদ্ধ ও ক্ষতিকর কেমিক্যাল দিয়ে পাকানো আম বিক্রি করা হচ্ছে। আর কেমিক্যাল দিয়ে পাকানো ওই আম খেয়ে বিশেষ করে শিশু-কিশোররা পেটের পীড়াসহ নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, সুজানগর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গ্রামে অসংখ্য অসাধু আম ব্যবসায়ী রয়েছে। ওই সকল ব্যবসায়ী চলতি আমের মৌসুমে অধিক মুনাফা লাভের আশায় আশাপাশের বাগান থেকে কম দামে কাঁচা আম কিনে কেমিক্যাল দিয়ে পাকায়ে চড়া দামে বিক্রি করে থাকে। উপজেলার মানিকদীর গ্রামের আবদুল লতিফ বলেন ওই সকল আম ব্যবসায়ীরা প্রথমে আশপাশের বাগান থেকে কমদামে অপরিপক্ক কাঁচা আম ক্রয় করেন। এরপর তারা অধিক মুনাফা লাভের আশায় মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল ও কার্বাইড দিয়ে ওই আম পাকায়ে গাছপাকা আম বলে স্থানীয় হাট-বাজারে বিক্রি করেন। উপজেলার ভবানীপুর গ্রামের ভুক্তভোগী আবদুল মজিদ বলেন ওই সকল আম দেখে বোঝার উপায় নেই গাছপাকা নাকি কেমিক্যাল দিয়ে পাকানো। বোঁটা দিয়ে কষ ঝড়ছে আর দেখতেও গাছপাকা আমের মতো পাকা লাল টুকটুকে। তবে খাওয়ার সময় এবং আমের ভিতরের চেহারা দেখে বোঝা যায় এটা কেমিক্যাল বা কার্বাইড দিয়ে পাকানো আম। ফলে এলাকাবাসী প্রতিদিন কেমিক্যাল দিয়ে পাকানো ওই আম কিনে প্রতারিত হচ্ছেন। সেই সঙ্গে শিশু-কিশোরাসহ বিভিন্ন বয়সী মানুষ ওই আম খেয়ে পেটের পীড়াসহ নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ বলেন কেমিক্যাল দিয়ে পাকানো আম বিশেষ করে শিশু স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। শিশুরা ওই আম খেয়ে ডায়রিয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত হতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান বলেন শিগগিরই অসাধু আম ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।