সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুষ্ঠু ভোট দিলে ওঁরা ১০টা আসনও পাবেন না। আমি বার বার বলি, সাহস থাকলে আসেন। নির্বাচন করেন, যেখানে নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকবে। কার কত জনপ্রিয়তা বোঝা যাবে।
সোমবার (৩ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মহিলা দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দেশের পরিস্থিতি তুলে ধরে মহাসচিব বলেন, এটা বিএনপির সমস্যা না। এটা বাংলাদেশের সমস্যা, জাতির সমস্যা। এই জাঁতি ভবিষ্যতে টিকবে কি টিকবে না, আপনার ছেলে-মেয়েরা ভবিষ্যতে চাকরি পাবে কি পাবে না, স্বাধীনভাবে চলতে পারবে কি পারবে না তার পুরোটা নির্ভর করছে এই সরকারকে আপনি শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে পরাজিত করতে পারবেন কি পারবেন না। নির্বাচন করতে হলে একটা নিরপেক্ষ সরকার দরকার লাগবে সেজন্যই আমরা লড়াই করছি, সংগ্রাম করছি।
তিনি বলেন, আপনারা সবাইকে বলেন, চুপ করে থাকবেন না। বের হন, কথা বলেন। সকলকে বেরিয়ে আসতে হবে। এটা শুধু বিএনপির দায়িত্ব না। এই মানুষকে তার আত্মরক্ষার্থে কথা বলতে হবে তো। আপনারা বের হলেই তো শুধু হবে না। আমাদের মহিলাদের বের করে আনতে হবে, মানুষকে বের করতে হবে, সমগ্র মানুষ যখন বেরিয়ে আসবে। তখনই বিপ্লব হবে, সেটা আমাদের করতে হবে। আমরা শুধু আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে না।
মহা সচিব বলেন, আমাদের এখন সময় এসেছে আমাদের নিজেদেরকে সংগঠিত করার। আমরা চেষ্টা করছি, নির্যাতিত হচ্ছি, জেল খাটছি, আমাদের মা-বোনেরা বার বার জেলে যাচ্ছে কিন্তু আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি। এই চূড়ান্ত বিজয় অর্জনের জন্য আমাদের সংগঠনকে আরও দৃঢ় করতে হবে। নিজেদের মধ্যে ছোট-খাটো ভুল-ত্রুটি যেগুলো আছে সেগুলো দূর করে ফেলেন। সবাই মিলে একসাথে একজোটে নামেন।