মাদ্রাসা মাঠে বালু স্তুপ করে রাখার কারণে শিক্ষার্থীদের চলাচল খেলাধুলায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা তাদের একমাত্র খেলার মাঠ দখল মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছে। মাদ্রাসার মাঠে ৪তলা ভবনের সামনে মাঠ জুড়ে বালু স্তুপ করে রাখা হয়েছে। এতে খেলাধুলা করতে পারছে না স্থানীয় শিশু-কিশোর ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
বর্তমানে খেলার মাঠ যখন দখল হয়ে যায়, তখন শিশু-কিশোর শিক্ষার্থীরা খেলবে কোথায় ? এমনই প্রশ্ন কালীগঞ্জ উপজেলার খামারমুন্দিয়া গ্রামের সচেতন মহলের। উপজেলার খামারমুন্দিয়া গাজেম আলী দাখিল মাদ্রাসার খেলার মাঠটিতে বালি স্তুপ করে দখল করে রাখা হয়েছে। যে কারণে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার শিশু কিশোররা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু নিজ ইউনিয়নের একটি রাস্তার ঠিকাদারি কাজ ক্রয় করেছেন। রাস্তা নির্মাণে ব্যবহার করা বালি তিনি সংশ্লিষ্ট রাস্তায় কাজের পাশে না রেখে রাতের আঁধারে মাদ্রাসার মাঠে স্তুপ করে রাখেন। অবশ্য মাদ্রাসার ম্যানেজিং কমিটি বা প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট বালি স্তুপ করে রাখার ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন।
মাদ্রাসা চলাকালিন সময়ে শিক্ষার্থীরা টিফিং সময় ও বিকালে এলাকার ছেলেরা খেলাধুলা করে থাকে, কিশোর ও যুবক ছেলেরা প্রতিদিন বিকালে ফুটবল খেলে থাকে মাঠটিতে। দীর্ঘদিন ধরে বালি স্তুপ করে রাখাই কেউই আর মাঠটিতে খেলাধুলা করতে পারছে না। আবার বাতাসে বালি উড়ে অফিস, শ্রেনীকক্ষের ভিতরে প্রবেশ করে পরিবেশ নষ্ট করছে। একই সাথে বাতাসে উড়েআসা বালি শিক্ষার্থীদের শরীরেও লাগছে। এই মাদ্রাসাটি দৃষ্টিন্দন নতুন চারতলা ভবনের সামনে তথা প্রধান ফটকের সামনে বিশাল বালির স্তুপ করে রাখা হয়েছে। মাদ্রাসার মাঠে বালি নামাতে আসা বালি বোঝায় গাড়ির চাকায় মাঠটির অনেক জায়গ্রায় মাটি নিচু হয়ে গর্তে পরিনত হয়েছে। স্থানীয়রা অনেকেই বলেন, এভাবে খেলার মাঠে বালি স্তুপ করে রাখলে ছেলেমেয়েরা খেলবে কোথায় ? ইউপি চেয়ারম্যান তার প্রভাব খাটিয়ে এই কাজ করছেন।
এ ব্যাপারে খামারমুন্দিয়া গাজেম আলী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট রবিউল ইসলাম বলেন, হঠাৎ করে একদিন মাদ্রাসায় গিয়ে দেখতে পায় মাঠে বালির স্তুপ। খোঁজ নিয়ে জানতে পারলাম ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু বালি রেখেছেন। এ ব্যাপারে কথা বলতে তার মোবাইলে যোগাযোগ করলে তিনি আমাকে জানান, বৃষ্টির কারণে রেখেছি। দ্রুত সরিয়ে নেব। প্রায় ১ মাস হয়ে গেলো অধ্যবধি তিনি বালি মাদ্রাসার মাঠ থেকে সরায়নি। বালি রাখার কারণে শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারছে না। আমরা খুব সমস্যার সম্মুখীন হচ্ছি। শিক্ষার্থীদের একটুখানি ক্রীড়া বিনোদন উপভোগ করার জন্য একমাত্র খেলার মাঠটি এখন বালিতে ভরপুর। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মাঠে বালি স্তুপ অব্যাহত থাকায় বিকল্প ব্যবস্থায় পেরিয়ে সব ধরনের চলাচল করতে হচ্ছে। এতে মাঠজুড়ে খানাখন্দ ছাড়াও ভূঁতুড়ে পরিবেশে ক্রীড়া বিনোদনের কোনো আমেজ নেই।মাদ্রাসাটিতে আশপাশের ৭-৮টি গ্রামের শিক্ষার্থীদের ইবতেদায়ি প্রথম থেকে দশম শ্রেনী পর্যন্ত শিক্ষার একমাত্র ভরসা এ প্রতিষ্ঠানে। খেলার মাঠে বালির স্তুপ রাখার কারণে শিক্ষার্থীরা খেলাধুলা করা তো দূরের কথা, নিরাপদে চলাচলই করতে পারছেনা। এতে শিক্ষার্থীদের মানসিক বিকাশে ব্যাঘাত ঘটছে। মাঠ থেকে বালি সরিয়ে দ্রুত মাঠটি ভরাট করে খেলাধুলার উপযোগী করা জরুরি।
ঝিনাইদহ জেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা নাজমা সামাওয়াত বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ দখলের কোন নিয়ম নেই। প্রতিষ্ঠানের খেলার মাঠে বালি ফেলে কেনো দখল করে রাখা হয়েছে তা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।