আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। ওই নির্বাচনে তিন জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। এর মধ্যে মানবিক মুখ হিসেবে ভোটের লড়াইয়ে মাঠে এগিয়ে রয়েছেন গোলাম হোসেন শুভন সরকার। এ ছাড়াও নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী আলমাজি জিন্নাহ। সরেজমিনে উপজেলার ৯টি ইউনিয়ন ঘুরে দেখা গেছে প্রতীক বরাদ্দের পর সব প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ও তাদের সমর্থকরা এবং পথসভা, উঠোন বৈঠক বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, ভোট পাওয়ার জন্য বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন এসব প্রার্থীরা। এ ক্ষেত্রে ব্যতিক্রম দেখা-মেলে ঘোড়া মার্কা নিয়ে নির্বাচনে অংশ গ্রহনকারী চেয়ারম্যান প্রার্থী গোলাম হোসেন শুভন সরকারের বিভিন্ন উদ্যোগে। তিনি ইতোমধ্যে তাঁর প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে এবং ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ৯টি ইউনিয়নের দুঃস্থ অসহায় জনগোষ্ঠীকে বিভিন্ন সহায়তা দিয়েছেন। গত শীত মৌসুমে উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে মসজিদ, কবরস্থান, মাদ্রাসা, বাৎসরিক ইসলামি জালসা ও মন্দিরে নগদ অর্থসহ নানা উপকরণ বিতরণ করে আলোচনায় উঠে আসেন ঘোড়া প্রতিকের প্রার্থী শুভন সরকার। এছাড়াও গৃহহীনদের বাসস্থানের ব্যবস্থা করা, অসুস্থদের চিকিৎসা সহায়তা দেয়া, রমজানে ইফতার সামগ্রী বিতরণ এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ করে সাধারণ মানুষের মন জয় করেছেন তিনি। সব চেয়ে বেশী আলোচিত হয়েছে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান তার কাছে যা আবদার করেছে তাই পেয়েছে। যা রায়গঞ্জ উপজেলার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সারা ফেলেছে। চায়ের টেবিল থেকে শুরু করে অফিস- আদালত, গ্রাম-গঞ্জে, মাঠে-ময়দানে, হাট-বাজার সহ সর্বত্র মুখে মুখে শুভন সরকার এবং তাঁর ঘোড়া মার্কায় ভোট দিয়ে নতুন মুখ নির্বাচিত করতে চায় রায়গঞ্জ উপজেলার সাধারণ জনগণ। রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম হোসেন শুভন সরকার বলেন, আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতিতে সংগ্রাম করে বড় হয়েছি আমার অর্জিত সম্পদ রায়গঞ্জ উপজেলার দুঃস্থ জনগণের কল্যাণের জন্য উৎসর্গ করতে চাই। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, রায়গঞ্জবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সরকারী উন্নয়ন বাজেটের সমবন্টন করে এবং স্মার্ট, আধুনিক ও নান্দনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিচ্ছি।