পাবনার চাটমোহরে মাটিবাহী ট্রলির চাপায় রিতা গমেজ (৭০) নামক এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত রিতা গমেজ উপজেলার ফৈলজানা ইউনিয়নের কৈলমহল গ্রামের মৃত ইগ্নাসিউস গমেজের স্ত্রী। গত রোববার (২ জুন) বিকেল ৫টার দিকে কৈলমহল এলাকার সড়কে এ দূর্ঘটনা ঘটে।
ফৈলজানা ইউপি সদস্য লোকমান হোসেন জানান, মাটিবাহী ট্রলিটি ফৈলজানা ইউনিয়নের মাস্তান বাজার থেকে ফৈলজানার দিকে যাচ্ছিলেন পথিমধ্যে কৈলমহল খ্রিষ্টান পল্লীর পাশের সড়কে দাঁড়িয়ে ছিলেন রিতা গমেজ। এ সময় ট্রলির তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান রিতা গমেজ।
চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা দূর্গটনার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রলিটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক।