চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে আগামীকাল ৫ জুন। ওইদিন জেলার বাবুগঞ্জ, উজিরপুর ও বানারীপাড়া উপজেলায় একযোগে ভোটগ্রহণ করা হবে। তাই মাঠপর্যায়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারনা বন্ধ হলেও প্রার্থী ও তাদের সমর্থকরা কৌশলে ডিজিটাল প্রচরনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেষসময়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে প্রার্থীদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে নানাধরনের প্রতিশ্রুতি। পাশাপাশি প্রার্থীরা মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারে নিজ নিজ এলাকার ভোটারদের সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। কোন কোন প্রার্থী নিজের বক্তব্য ভিডিও করে ভোটারদের নজর কাড়তে সমর্থকদের মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছেন।
সূত্রমতে, বানারীপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে দোয়াত-কলম প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক ও মোটরসাইকেল প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা প্রতিদ্বন্ধীতা করছেন। ইতোমধ্যে গোলাম ফারুক নিজেকে ‘বড় গুন্ডা ও মাস্তান’ অভিহিত করে বক্তব্য দেয়ার পরিপ্রেক্ষিতে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরেছে। এমনটাই দাবি করে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিদ্বন্ধী প্রার্থী অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা। ওই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয়জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।
সংখ্যালঘু অধ্যুষিত উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ¦ আবদুল মজিদ সিকদার বাচ্চুর সাথে কাপ-পিরিচ মার্কার অপর সহসভাপতি হাফিজুর রহমান ইকবালের ভোট যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে ইকবালের সমর্থক এক ইউপি চেয়ারম্যানের আপত্তিকর বক্তব্যকে ঘিরে ওই উপজেলার ভোটারদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পৌরসভাসহ উপজেলার নয়টি ইউনিয়নের ৮৪টি ভোট কেন্দ্রের মধ্যে ওটরা, জল্লা, সাতলা ও হারতা ইউনিয়নের ২০টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে দাবি করেছেন মোটরসাইকেল মার্কার প্রার্থী। ওইসব ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভোট প্রদান নিয়ে একধরনের আতঙ্ক রয়েছে। তবে ওইসব প্রত্যন্ত অঞ্চলের ভোট কেন্দ্রে বাড়তি নজরদারি বৃদ্ধির কথা জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন।
বাবুগঞ্জ উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান ও যুদ্ধচলাকালীন সময়ের বেইস কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল ওহাব খানের মেয়ে ফারজানা বিনতে ওহাব আনারস প্রতীক নিয়ে জেলার একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিদ্বন্ধীতা করে সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তবে তিনি তার প্রতিদ্বন্ধী প্রার্থী কাপ-পিরিচ মার্কার চেয়ারম্যান প্রার্থী সরদার খালেদ হোসেন স্বপন ও তার সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র দখল করাসহ তার সমর্থকদের বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শনের অভিযোগ করেছেন। ওই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে ইকবাল আহমেদ আজাদ, তালা প্রতীক নিয়ে ওবায়দুল হক জুয়েল, লাঙ্গল প্রতীক নিয়ে হাদীসুর রহমান খান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে হাঁস মার্কা নিয়ে মৌরিন আক্তার আশা মনি ও ফুটবল প্রতীক নিয়ে রিফাত জান তাপসী প্রতিদ্বন্ধীতা করছেন।