যশোরের চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের দিঘড়ি গ্রামে অবস্থিত দিঘড়ি দাখিল মাদ্রাসা। প্রতিষ্ঠার সময় থেকে এমপিওভূক্তির সকল নীতিমালায় উত্তীর্ণ না হয়েও বিশেষ কারণে এমপিওভুক্ত হয়ে যায় মাদ্রাসাটি। এমপিওভুক্ত হওযার পর থেকে শিক্ষক কর্মচারীদের নিয়মিত বেতনভাতা দিয়ে আসছে সরকার।
প্রতিষ্ঠাকালিন সময় থেকে প্রতিষ্ঠানটির সুপারিন্টেনডেন্টের দায়িত্ব পালন করে আসছেন শাহানাজ পারভীন। শুরু থেকেই মাদ্রাসাটিতে লেখাপড়ার মান ভালো ছিলনা। কোন রকমে জোড়াতালি দিয়ে চলছে পাঠদানের কার্যক্রম। মাদ্রাসার সুপার শাহানাজ পারভীনের বিরুদ্ধে রয়েছে নানাবিধ অভিযোগ। মাদ্রাসায় অনুপস্থিত থাকা থেকে শুরু করে, কমিটি গঠনে অনিয়ম,মোটা অংকের অর্থের বিনিময়ে কর্মচারী নিয়োগসহ হেন কোন অনিয়ম নেই যা তিনি করেননা। সুপারের এসব অনিয়মের ফলে শিক্ষক কর্মচারীদের মধ্যে শুরু হয় গোলমাল আর রেশারেশি। আর এসব গোলমালের ফল গিয়ে পড়ে শিক্ষার্থীদের লেখাপড়ার উপর। এতদিন যাবৎ কোন রকমে গোল ঠেকিয়ে আসলেও ২০২৪ সালে দাখিল পরীক্ষার ফলাফলে চরমভাবে ধ্বস নামে।
চলতি সেশনে মাদ্রাসাটি থেকে ২৯ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্য থেকে মাত্র ২ জন শিক্ষার্থী কোন রকমে পাশ করে। বাকি ২৭ জন শিক্ষার্থী ফেল করে। অর্থাৎ পাশের হার ছিল শতকরা সাত জন অথচ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডে ২০২৪ সালে দাখিল পরীক্ষায় পাশের হার ছিল শতকরা ৮০ জন। মাত্র ২ জন শিক্ষার্থী পাশ করা সত্ত্বেও এ মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা বহাল তবিয়তে বেতনভাতা উত্তোলন করে যাচ্ছেন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একটি সুত্র থেকে জানাযায় ১৩ জন শিক্ষক কর্মচারী বিশিষ্ট একটি দাখিল মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন বাবদ প্রতি মাসে সরকারের ব্যয় হয় ৩ লাখ ৯১ হাজার ৫'শ ৬৬ টাকা। এ ছাড়া দুটি ঈদ বোনাস ও একটি বৈশাখী ভাতা বাবদ ব্যয় হয় আরো ২ লাখ ৯৩ হাজার ৬'শ ৭৪ টাকা। সবমিলিয়ে প্রতি বছর একটি দাখিল মাদ্রাসার কেবলমাত্র শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা বাবদ সরকারের ব্যয় হয় কমপক্ষে ৪৯ লাখ ৯২ হাজার ৪'শ৬৬ টাকা।
কোন কোন মাদ্রাসায় টাকার পরিমান আরো বেশি। অর্থাৎ সরকারের হিসাব অনুযায়ী দিঘড়ি দাখিল মাদ্রাসায় ২০২৩ সালে সরকারের ব্যয় হয়েছে অর্ধ কোটি টাকারও বেশি কিন্তু অর্ধ কোটি টাকা ব্যয় করে সরকার হাতে পেয়েছে মাত্র দুই জন শিক্ষার্থী। তার মানে দিঘড়ি দাখিল মাদ্রাসার একেক জন শিক্ষার্থীর পিছনে সরকারের বাৎসরিক ব্যয় হয়েছে ২৫ লাখ টাকা। মাদ্রাসাটিতে এতবড় অনিয়ম হলেও তা যেন দেখার জন্য কেউ নেই। এ ব্যাপারে জানার জন্য মাদ্রাসার সুপার শাহানাজ পারভীনের মুঠোফোনে বেশ কয়েক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।