নোয়াখালীর বেগমগঞ্জে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে রাতের আঁধারে বসত বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট, প্রাণ নাশের হুমকি, চাঁদা দাবি ও মিথ্যা মামলা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে এবং ঘটনার সুস্থ তদন্ত করে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
রোববার দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ব্যাপারী বাড়ির সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জানানো হয়, ব্যাপারী বাড়ির নন্দ দুলাল ভৌমিকদের সাথে কাঞ্চন ভৌমিকদের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে সম্প্রতি কাঞ্চি ভৌমিকের নেতৃত্বে একদল সন্ত্রাসী নন্দ দুলাল ভৌমিকের বাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ, সিসি ক্যামেরা ভাংচুর ও লুটপাট চালায়।
ঘটনার পর উল্টো কাঞ্চন ভৌমিক মিথ্যা অভিযোগ দিয়ে নন্দ দুলাল ও এলাকাবাসীকে হয়রানি করছে বলেও অভিযোগ করা হয়।
এসময় বক্তব্যে রাখেন, মুক্তিযোদ্ধা নুরুলহুদা চৌধুরী তিনি বলেন, মাদক ব্যবসায় কান্চী ও তার ছেলে এলাকায় রাতে যে হামলা চালিয়েছে তা ৭১ সালের কালো রাত্রিকে ও হার মানায়, তারা এলাকায় অবান্চিত।
এ সময় স্থানীয় ইউপি সদস্য এইচ এম জাফর উল্যাহ স্বপন, সাবেক মেম্বার আবদুর রশিদ, আওয়ামী লীগ নেতা স্বপন চৌধুরী, মহিলা মেম্বার আমেনা আক্তার সহ অনেকে উপস্থিত ছিলেন।