রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিবের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ জুন) সন্ধ্যায় ২নং ওয়ার্ড বাগমারা ও চর-রূপসা এলাকাবাসীর উদ্যোগে পূর্ব রূপসা ব্যাংকের মোড়ে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান জামাল। প্রধান বক্তার বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম হাবিব। উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আবদুল মান্নান শেখের সভাপতিত্বে ও ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক মো. মামুন শেখের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম ডাবলু, দপ্তর সম্পাদক মো. আক্তার ফারুক, ইউনিয়ন আ'লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মো. মফিজুল ইসলাম, সাবেক জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক লীগ নেতা আবদুস সাত্তার শেখ, মহিলা ইউপি সদস্য রিনা পারভিন, শ্রমিক লীগ নেতা মো. কবির শেখ, জাহিদ হাসান, বাজার বনিক সমিতি নেতা মো. নাজমুল হোসাইন, মাঝি সংঘের নেতা আবদুল হালিম চৌকিদার, হারেজ হাওলাদার, লিটু বিশ্বাস, মো. ইসহাক শেখ, আবুল হাসান বেপারি, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল জব্বার হাওলাদার, সোহেল হোসেন লিটন, মো. আবু হানিফ, জুয়েল শেখ, ছাত্রলীগ নেতা মো. হুমায়ুন শেখ, মো. রাসেল শেখ, জুম্মান শেখ, কিবরিয়া, মহিলা নেত্রী চম্পা বেগম প্রমুখ।