বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের এক মাদ্রাসার ছাত্রী (১৩) কে বাবা-মা ও দুলাভাই মিলে বাল্যবিয়ে দেয় তিনমাস পূর্বে। ওই ছাত্রী বাবার বাড়ি বেড়াতে আসার পরে সে স্বামীর বাড়ি যেতেনা চাইলে বাবা-মা ও দুলাভাই মিলে লোহার শিকলে হাত-পা বেঁধে ঘরের দরজা বন্ধকরে অমানবিক নির্যাতন চালায় এমন অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিকদের কাছে নির্যাতন করার কথা স্বীকার করে ছাত্রীর পিতা ও নির্যাতিতা ছাত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, আগৈলঝাড়ায় বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের মো. জামাল হাওলাদারে মাদ্রাসা পড়-য়া ছাত্রী মোসাম্মৎ হাবিবা (১৩) কে একই উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের সাবেক প্রধান শিক্ষক মো. শাহজাহান মোল্লার ছেলে মো. সাজিদ মোল্লার সাথে তিন মাস পূর্বে বাল্যবিয়ে দেয়। বিয়ের পরে দুইমাস স্বামী সংসারে থাকার পরে একমাস পূর্বে হাবিবা পিতার বাড়ি বেড়াতে আসেন। পিতার বাড়ি আসা পরে হাবিবা আর স্বামীর বাড়ি যাবেনা বলে পিতার পরিবারকে জানায়। এর পরে গত তিন দিন ধরে লোহার শিকলে হাত-পা বেঁধে রাখে। গত শনিবার রাতে পিতা মো. জামাল হাওলাদার, মা মারুফা বেগম ও দুলাভাই আল-আমীন আকন মিলে হাত-পা বাঁধা অবস্থায় নির্যাতন চালায়।
স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, হাবিবাকে বাল্যবিয়ে দেয়। সে স্বামীর বাড়ি যেতে না চাইলে তাকে পিতা, মা ও দুলাভাই মিলে হাত-পা বেঁধে ঝুলিয়ে নির্যাতন চালায়। হাবিবা বাঁচাও বাঁচাও বলে ডাকচিৎকার করলে আমরা শুনে আসলেও আমাদের কাছে জেতে দেয়নি।
নির্যাতিতা মোসাম্মৎ হাবিবা সাংবাদিকদের বলেন, ‘আমি উপজেলার বাগধা মাদ্রাসায় ৫ম শ্রেণিতে পড়া শুনা করতাম। তিন মাস আগে আমার পিতা- মা ও বড় দুলাভাই মিলে আমারে বিয়ে দেয়। আমি এখন লেখা পড়া করতে চাই। আমি সংসার করতে চাইনা। আমি স্বামীর বাড়ি যাবোনা বলে আমাকে পিতা, মা ও দুলাভাই মিলে তিনদিন লোহার শিকল দিয়ে হাত-পা বেঁেধ ঘরে বন্দী করে রাখে। এরপরে শনিবার রাতে ঘরে দরজা বন্ধ করে হাপা বাঁধা অবস্থায় ঝুলিয়ে পিটায়। আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে এলাকাবাসী আসলে তাদের ঘরে ঢুকতে দেয়নাই। আমি এখন লেখা পড়া করতে চাই। স্যার আপনারা আমাকে লেখা পড়ার ব্যবস্থা করুন। আমি সংসার করতে চাইনা’।
এ ব্যাপারে জামাল হাওলাদার বলেন, ‘আমার মেয়েকে বাল্যবিয়ে দিয়েছি এাঁ সত্য। এখন স্বামীর বাড়ি জাবেনা বলে মেয়ের মা তাকে মারধর করছে তা সত্য। আমি তাকে মারধর করি নাই’।
এব্যাপারে অভিযুক্ত মা মারুফা বেগম বলেন, ‘আমার মেয়ে তার স্বামীর সংসারে যাবেনা বলে তাকে শাসন করা হয়েছে। তাকে লোহার শিকল দিয়ে হাত-পা বাঁধা হয়েছে একথাও সত্য’।
এব্যাপারে বাগধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বলেন, ‘আমি বিষয়টি জানতে চেয়ে প্রশাসনকে জানিয়ছি। বিষয়টি অন্যায় অপরাধ। আমি অপরাধীর বিচার দাবি করছি’।
এব্যাপারে আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এসআই মাহফুজ হোসেনকে পাঠিয়েছিলাম। তারা পুলিশের টের পেয়ে নির্যাতিতা হাবিবাকে নিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারের পরে আইনানুক ব্যবস্থা নেয়া হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন বলেন, বিষয়টি আইনত দ-নীয় অপরাধ। আমি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিবো।