ত্রাণের কার্ড নিয়ে দ্বন্ধে প্রতিবেশীদের হামলায় গুরুত্বর আহত আবদুর রব (৪৫) নামে এক কাঠমিস্ত্রি রোববার বেলা ১১টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসাধীন মারা গেছেন।
নিহত আবদুর রব পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া ইউনিয়নের নিলতি গ্রামের মৃত মকবুল হাওলাদারের ছেলে। নিহতের স্ত্রী রোজিনা বেগম জানান, আবদুর রবের ভাই মজিবর হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য। শনিবার সন্ধ্যায় তার (খাদিজা) কাছে ত্রাণের কার্ডের বিষয় নিয়ে কথা বলতে প্রতিবেশী সঞ্জয়, সঞ্জীব, সোলায়মানসহ বেশ কিছু লোক আসেন। যা নিয়ে পরবর্তীতে খাদিজা ও তার স্বামী মজিবর হাওলাদারের সাথে তাদের কথার কাটাকাটি হয়। একপর্যায়ে মজিবর হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালায় সঞ্জয়, সঞ্জীব, সোলায়মানসহ কতিপয় দুর্বৃত্তরা। পরবর্তীতে ভাই মজিবরকে রক্ষায় কাঠমিস্ত্রি আবদুর রব এগিয়ে আসলে হামলাকারীরা রড দিয়ে আবদুর রবের মাথায় আঘাত করে আহত করে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আবদুর রব ও মজিবর হাওলাদারকে উদ্ধার করে কাউখালী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে আবদুর রবকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থান রোববার বেলা এগারোটার দিকে চিকিৎসকেরা রব হাওলাদারকে মৃত বলে ঘোষণা করেন।
কাউখালি থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি এ পর্যন্ত সঞ্জীবসহ দুইজনকে আটক করা হয়েছে।