দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার।
রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ বলেন, আমি সবাইকে সাথে নিয়ে একটা মডেল উপজেলা গড়তে চাই। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ঘুষ, দুর্নীতিমুক্ত উপজেলা গড়তে চাই।