দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে দেশের অনলাইন কেনাকাটা। আর এ সুযোগ কাজে লাগিয়ে এখানে প্রতারণা করছে একটি চক্র। প্রতিনিয়ত প্রতারণার অভিযোগ বাড়ছে। তবে প্রতারিত হয়েও অভিযোগ করছে না- এমন সংখ্যাই বেশি। তাই তথ্য-প্রযুক্তির কল্যাণে অনলাইন বাজারের পরিধি ক্রমেই বাড়ছে। নিত্যনতুন পণ্যের সমাহার, বিভিন্ন ছাড় ও উপহারের কমতি নেই ভার্চুয়াল এ বাজারে। ফলে ক্রমেই প্রসারিত হচ্ছে বাজার। প্রতিবছর জ্যামিতিক হারে বাড়ছে লেনদেন। বাজার বা মার্কেটে না গিয়ে ঘরে বসে এক ক্লিকেই পছন্দসই পণ্য হাতে আসায় মানুষ অধিক হারে নির্ভরশীল হয়ে পড়ছে অনলাইন কেনাকাটায়। রাজধানীসহ দেশের অভিজাত থেকে মধ্যবিত্ত, এমনকি নিম্নমধ্যবিত্তরা বর্তমানে অনলাইন শপিং মার্কেটপ্লেসগুলোয় ঝুঁকছেন। তবে পণ্য হাতে পাওয়ার পর এ নিয়ে অভিযোগের শেষ নেই ক্রেতাদের। ইদানীং প্রায়ই ক্রেতাদের অভিযোগ পাওয়া যাচ্ছে মার্কেটপ্লেসের ভিন্নতায় পণ্যের দামের ভিন্নতা নিয়ে। অনেক ক্রেতা অভিযোগ করছেন, ওয়েবসাইটে প্রদর্শিত ছবির সঙ্গে পণ্যের মিল নেই। সংশ্লিষ্টরা বলছেন, যথাযথ তদারকি না থাকায় এমন প্রতারণার সুযোগ নিচ্ছে কিছু ই-কমার্স প্রতিষ্ঠান। একদিকে যেভাবে বাড়ছে অনলাইন শপিং, সাইটগুলোতে ঠিক তেমনিভাবেই বাড়ছে গ্রাহকের সঙ্গে প্রতারণার হার। ই-কমার্সের প্রতি মানুষের নির্ভরশীলতা বা চাহিদাকে পুঁজি করে ব্যবসার নামে প্রতারণার জাল বুনেছে একশ্রেণির স্বার্থান্বেষী অসাধু চক্র। যারা নিয়মিতভাবে ঠকাচ্ছে গ্রাহকদের, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে টাকা। পেজের অস্তিত্ব না থাকায় নেওয়া যাচ্ছে না কোনো ব্যবস্থা। আর ভোক্তা প্রতারিত হলেও দায় নিতে চায় না ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। এ প্রতারণার অভিযোগ শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী বেড়েছে ই-কমার্সকেন্দ্রিক জালিয়াতির ঘটনা। তাই এ ধরনের প্রতারকদের খপ্পর থেকে বাঁচতে তরুণসমাজকে সচেতনতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি কর্তৃপক্ষকে আইনি সহায়তার পথ আরও সুগম করতে হবে। প্রতারিতরা অভিযোগ জানাতে এসে যেন অহেতুক হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। দেশে সাইবার নিরাপত্তার জন্য কাজ করা সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সময় থাকতে সঠিক পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া সাইবার অপরাধ বা অনলাইনে প্রতারণা থেকে রক্ষা পেতে জনসচেতনতাও জরুরি। প্রতিকারের চাইতে প্রতিরোধ উত্তম। কিন্তু নানা সময়ে এমন ঘটনা সংবাদমাধ্যমে আলোচিত হলেও কিছু মানুষ বারবার একই পথে হাঁটেন। তাই মানুষকে সচেতন করতে হবে যাতে তারা এই ধরনের ফাঁদে পা না দেয়।